খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় শীর্ষক অংশীজন সভা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে, বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভির সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএইএসটি’র চেয়ারম্যান আবু মোহাম্মদ জাকির হুসাইন।তিনি বলেন,“জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কেবল সরকারের উদ্যোগে সম্ভব নয়, বরং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায়ই এটি বাস্তবায়ন সম্ভব।”
এ অংশীজন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ,সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. জয়া চাকমা,সিনিয়র কনসালটেন্ট ডা. পূর্ণজীবন চাকমা,মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা,সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী,জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের সেবাপ্রদানকারী, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি। এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ আরও আস্থা নিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করবে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ,এই বার্তায় সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.