সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া(যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে এবছর ১৬টি ঈদগাহে পবিত্র ঈদুল আজ্হার নামাজ অনুষ্ঠিত হবে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত কয়েক বছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এই এলাকার মুসলিম জনগোষ্ঠীর মাঝে ঈদের তেমন কোন উৎসব আমেজ ছিল না কিন্তু এই বছর প্রাকৃতিক পরিবেশ অনুকূল থাকায় পাড়ায় মহল্লায় চলছে উৎসবের আমেজ। ১৭জুন সোমবার শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা্। এই উপলক্ষে গ্রামে গ্রামে নতুন সাজে সজ্জিত করা হয়েছে ঈদগাঁ গুলোকে।
কোথাও এক গ্রামে একটি, কোথাও দুই/তিন গ্রামের মুছল্লি মিলে মিশে একটি ঈদগাঁহে আবার কোনো কোন গ্রামের মধ্যে দুইটি দুই/তিনটি ঈদগাঁ ও রয়েছে। সব মিলে এই বছর ইউনিয়নে মোট ১৬টি ঈদগাঁহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
এসব ঈদগাঁহে কে কোথায় ইমামতি করবেন তার কিছু সাম্ভাব্য তথ্য পাওয়া গেছে । এরমধ্যে বারভাগ আলিম মাদ্রাসা ঈদগা ময়দানে ঈদের নামাজের ইমামতি করবেন হাযরত.মাওঃ নাজমুল ইসলাম, সম্মিলিত আলাদিপুর ঈদগাঁ ময়দানে মাওলানা মো.রবিউল ইসলাম, ভিটাবল্লা বাজার কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মাওঃ মো.ফজলুল করিম, ভিটাবল্লা দ.পাড়া জামেমসজিদ ময়দানে মাওঃ মো.আ.সামাদ, ভিটাবল্লা দ.পাড়া নতুন জামেমসজিদ মাঠে .মাওঃ আমিনুর রহমান, জামদিয়া হাটখোলা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মাওঃ .হাফিজুর রহমান,দাতপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মাও: মো. আ.রশিদ, করিমপুর ঈদগা ময়দানে মাওঃ মো.মতিয়ার রহমান, আমুড়িয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মাওঃ মো. বায়জীত হোসেন, জয়রামপুর ঈদগাঁ ময়দানে মাওঃ মো. নাজিমউদ্দীন, তেঘরী প.পাড়া দারুল কুরআন হাফেজী মাদ্রাসা ও এতিমখানা ঈদগাঁ ময়দানে হাযরত মাওঃ আ. জব্বার, তেঘরী পূ.পাড়া আহলে হাদিস মসজিদ ঈদগাহ ময়দানে মসজিদের খতিব পড়াবেন, আদমপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মাওঃ আ.রউপ, দ.পাড়া জামে মসজিদ ঈদগা ময়দানে মাওঃ মো.বদর উদ্দিন, আমুড়িয়া দরবার শরিফ পীরবাড়ী ঈদগা ময়দানে মাওঃ মো.শামীম বিল্লাহ ও নব নির্মিত তেঘরী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা মো.বদরুজ্জামান খন্দকার।
বিশেষ কয়েকটি সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, কোনো কোনো ঈদগাঁহে সকাল সাড়ে সাতটায় ও সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.