আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বরেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে উন্নয়নশীল দেশে উত্তরণ মেলা হচ্ছে। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যা চেষ্টার শিকার হতে হয়েছেন। প্রধানমন্ত্রী নিজেদের সন্তান বা পরিবারের ভাগ্যের জন্য রাজনীতি করেন না, দেশের মানুষের জন্য রাজনীতি করেন। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ "স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে, দেশ আরও উন্নত রাষ্ট্রে পরিণত হবে এই আশা নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যদি সন্ত্রাসীদের অভ্যায়ারণ্য, জঙ্গিবাদের আস্তানা গড়ে তাহলে দেশ পিছিয়ে পড়বে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার, মুক্তিযোদ্ধাবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.