নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি ফিলিং স্টেশন জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। একইসঙ্গে ওই নেতার সঙ্গে দলের কোনো পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতা হলেন—বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বর।
জেলা বিএনপি জানায়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যক্তিগত অপরাধের দায় দল কখনও নেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়। এসব ঘটনা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা চলছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “বিএনপি অপরাধীদের আশ্রয় দেয় না। প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে।”
অন্যদিকে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত আনোয়ার হোসেন। তিনি দাবি করেন, “আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এর মাধ্যমে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাগআঁচড়ার ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ দখলের চেষ্টার অভিযোগ তোলে ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করেন, ২০২২ সালে পরিবারের প্রধানের মৃত্যুর পর থেকে আনোয়ার হোসেন জাল দলিলের মাধ্যমে পাম্পটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর তিনি সহযোগীদের নিয়ে পাম্পে প্রবেশ করে ম্যানেজারকে বের করে দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন। পরে পুলিশে খবর দিলে তারা সরে গেলেও দখলের হুমকি অব্যাহত রাখছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.