আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্ত তিন দেশের মধ্যে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে বলে রবিবার পরিবেশিত আন্তর্জাতিক সংবাদে জানা গেছে।
কানাডা ঘোষণা করে যে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে এবং তারা একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য কাজ করবে— ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্যই।
পরে অস্ট্রেলিয়া ও সর্বশেষ যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়।
এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে, বিশেষ করে ‘দুই রাষ্ট্র সমাধান’ (two‑state solution) প্রচেষ্টার প্রেক্ষাপটে। স্বীকৃতি প্রদানকারী দেশগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের বিশেষ কিছু শর্ত পূরণের বিষয়েও জোর দিচ্ছে— যেমন গণতান্ত্রিক নির্বাচন, শাসন ব্যবস্থার প্রাধান্য ও সন্ত্রাসী গোষ্ঠিগুলোর রাজনৈতিক প্রভাব সীমাবদ্ধ করা।
এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাওয়ায় যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 'শাস্তিমূলক' ব্যবস্থার হুমকি দেয় যুক্তরাষ্ট্রের ২৫ রিপাবলিকান আইনপ্রণেতা। তাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ নিউইয়র্কের এলিস স্টেফ্যানিক ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.