জাতীয় সংবাদ | তারিখঃ জুন ১০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4028 বার
নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পত্র-পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে। যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে বাণী দিয়েছেন।
রাজারবাগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পুলিশের মহাপরির্দশক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
এছাড়াও আরও উপস্থিত থাকবেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও ডকুমেন্ট প্রেরণ এবং পোস্টাল সার্ভিসের উদ্বোধন ছাড়াও কেক কাটবেন উপস্থিত অতিথিবৃন্দ। তাছাড়া হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
প্রসঙ্গত, পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে ২০০৫ সালের ১১ জুন যাত্রা শুরু করে হাইওয়ে পুলিশ। পরে ২০০৯ সালে হাইওয়ে পুলিশ বিধিমালা প্রণীত হওয়ার মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ পায়।