টাফ রিপোর্টারঃ নীলফামারীতে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু কয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) টুপামারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু হয়। এতে টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইয়েদুর রহমান মজনু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু, সদস্য আনিসুর রহমান কোকো, মুক্তার হোসেন, সেফাউল জাহাঙ্গির সেপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূল থেকে নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ সময় বহিরাগত অনুপ্রবেশ রোধে সবার সজাগ থাকতে হবে। প্রকৃত কর্মীরাই দলের মূল শক্তি।” সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল বলেন, “তৃণমূলের কর্মীরা বিএনপির প্রাণশক্তি। অনুপ্রবেশকারীরা যাতে দলে ঢুকে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমাদের।”
এসময় জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, ইউনুস আলী শাহ, হারুন অর রশিদ খোকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.