নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আগদিয়ার চর হরিগুরুচাঁদ মতুয়া মিশন আশ্রমে বিমল পাগলের ৩১তম মহোৎসব উদযাপন ও বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশন যুব সংসদ ও আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অসীম কুমার পাল। বিমল গোসাইয়ের সভাপতিত্বে মহাসম্মেলন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্নসচিব ডা: দুলাল রায়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতুয়ারতœ সাংবাদিক অশোক কুন্ডু, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজনীন সুলতানা রোজি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার অ¤øান কুমার সরদার, নড়াইল জেলা মতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, কলোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার উৎপল বাগচী। এ মহাসম্মেলনে নড়াইল,যশোরসহ আশপাশের এলাকা থেকে হরিগুরু চাঁদ মতুয়াভক্ত শত শত নারী-পুরুষ যোগ দেন।সম্মেলনস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।

প্রধান অতিথি সম্পদ ঠাকুর বলেন, মতুয়া মিশনের মূল লক্ষ্য হচ্ছে-গোত্র-বিভেদে না জড়ানো,জাতভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে সহমর্মিতা গড়ে তোলা, পরোপোকারী হিসেবে নিজেকে আত্মনিয়োগ করা।মতুয়ারা বড়দের সম্মান এবং ছোটদের ¯েœহ করতে নুন্যতম কার্পণ্য করে না।আত্মঅহংকারী না হতে মতুয়া দর্শনে বলা হয়েছে।#