খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ কর্মসূচিতে রোগীদের স্বাস্থ্যসেবা দেন মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন অতনু বিশ্বাস। তিনি এলাকার সাধারণ মানুষের নানা শারীরিক সমস্যার কথা শুনে চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
চিকিৎসা সেবার আওতায় চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথাসহ নানান সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়।
এ সময় স্থানীয় জনগণ মহালছড়ি জোনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের চিকিৎসা সেবা কর্মসূচি দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.