নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের নড়াগাতি থানায় মামলা রুজুর দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতার।
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে শেখ আনিচুর রহমান (৪১) নদীয়া নদীর পূর্বপাড় দক্ষিণপাড়া টুকু মোল্লার ফোর ব্রাদার্স নামক ইটভাটার মধ্যে কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হয়। পরবর্তীতে তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিম আনিসুর রহমান এর ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে রবিবার (২ জুন) নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করলে নড়াগাতী থানার মামলা নম্বর-০২, তারিখঃ ২-০৬-২০২৪খ্রিঃ, ধারা-৩০২/৩৪ রুজু করা হয়।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র নির্দেশনায় দ্রুত আসামি গ্রেফতারে মাঠে নামে নড়াগাতী থানার একটি চৌকস টিম। রবিবার (২জুন) রাত আনুমানিক ৯.৩০ মিনিটের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ বোরহান উদ্দিন, এসআই জাকির হোসেন, এসআই মাহবুবুর রহমান ও এসআই তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামি ওসিকুর রহমান (৫৭), পিতা- মৃত জলিল শেখ ও মঞ্জুর শিকদার, পিতা মিজানুর শিকদার, উভয় সাং কলাবাড়িয়া, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল দেরকে নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.