সারাবিশ্ব ডেস্ক : এমপি আনার হত্যায় অভিযুক্ত সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে।
এদিকে, আনারের হত্যা মামলা তদন্তে নেপাল গেছেন ডিবির তদন্ত দল। শনিবার সকাল সাড়ে ৯টায় দলটি ঢাকা ছেড়েছে। এই দলে রয়েছে ডিবিপ্রধান হারুন অর রশীদ সহ তিনজন।
নেপাল পুলিশ সিয়াম হোসেনকে আটকের পর থেকেই দেশে ফেরাতে কাজ শুরু হয়েছে। সিয়াম এমপি আনার হত্যার প্রধান মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করত। তাকে পেলে গোয়েন্দারা এমপি হত্যায় অনেক চাঞ্চল্যকর তথ্য পাবে।
সূত্র জানায়, আনারকে গত ১৩ মে কলকাতায় হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লাশ গুম করার পরে তিনি সেখান (কলকাতা) থেকে নেপাল চলে যান। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগও শুরু হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন।
এদিকে এমপি হত্যার ঘটনায় ভারত ও বাংলাদেশে পৃথক দু'টি মামলা হয়েছে। যার একটি তদন্ত করছে ডিবি পুলিশ। ডিবির একটি দল এর আগে ভারতে গিয়েছিলো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.