এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন নীলডুমুর বাজার এলাকা থেকে দুই পিচ বাঘের নখসহ শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তার নামের এক পাচারকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তার উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোকাদ্দেস আলী মোল্লার ছেলে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার এলাকায় বাঘের দেহের বিভিন্ন অংশ নিয়ে এক পাচারকারী অপেক্ষা করছে এমন গোপন সংবাদৈর ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানৈ অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই পিচ বাঘের নখসহ পাচারকারী শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তারকে হাতে নাতে আটক করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.