নাটোর থেকে মিজানুর রহমান : আজ বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন। এ উপজেলায় ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৩৮ হাজার। ৩য় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান ফারুক, সুদান প্রবাসী আনিসুর রহমান আনিস, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন আলী।
বড়াইগ্রামে আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে এই উপজেলা নির্বাচনে শরিফুল হাসান ফারুক অনেকটা এগিয়ে আছেন বলে মনে করেছেন, নবীন-প্রবীন রাজনৈতিক নেতা কর্মি এবং সাধারণ ভোটাররা। তাদের মতে বড়াইগ্রাম উপজেলার রাজনীতি মূলত দুইভাগে বিভক্ত। এক হচ্ছে বনপাড়া কেন্দ্রিক অপরটা বড়াইগ্রাম উপজেলার কেন্দ্রিক। বড়াইগ্রাম কেন্দ্রিক একক ভাবে রয়েছেন শরীফুল হাসান ফারুক আর বনপাড়া কেন্দ্রিক আব্দুল কুদ্দুস মিয়াজী, মোয়াজ্জেম হোসেন বাবলু, জামাল উদ্দিন আলী, আনিসুর রহমান আনিস, এই ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার পূর্বাঞ্চল জোনাইল, নগর, বড়াইগ্রাম ইউনিয়ন এবং বড়াইগ্রাম পৌরসভা থেকে শুধু ফারুক একক প্রার্থী। যার কারণে আঞ্চলিকতার একটা টান বা প্রভাব এই অঞ্চলের ভোটারদের মধ্যে রয়েছে।
নবীন-প্রবীন রাজনৈতিক নেতা কর্মীদের পাশাপাশি এই অঞ্চলের সুশীল সমাজ, নাগরিক সমাজ এবং বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ শরিফুল হাসান ফারুকের পক্ষে এক জোট হয়ে কাজ করছেন। তাছাড়া এবার কোন দলীয় প্রতীক বা প্রার্থী না থাকার কারণে দ্বি-পক্ষীয় বলয়ের বাইরে গিয়ে মানুষ আঞ্চলিকতার টানে সাবেক এই ছাত্র নেতা ফারুককে বেছে নিয়েছেন বলে এমনটাই বলছেন বড়াইগ্রাম পূর্বাঞ্চল মানুষ ।
নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের কৃতি সন্তান পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শাহীন শাহরিয়া বাবুল বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ বিনির্মাণে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, উচ্চ শিক্ষিত, সৎ, ধীরস্থির, অত্র অঞ্চলের নবজাগরনের প্রতীক হিসেবে মোঃ শরিফুল হাসান ফারুক এসেছে । ফারুক জয়যুক্ত হলে সন্ত্রাস এবং মাদকমুক্ত উপজেলা উপহার দিতে পারবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য শরিফুল হাসান ফারুক এই প্রথম বারের মত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.