খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
এদিন এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল থেকে ৩ জিপিএ-৫ প্রাপ্ত ৮৯জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন,“তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা ও নৈতিকতার আদর্শে গড়ে উঠতে হবে। তোমরাই হবে জাতির ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.