গ্রামের সংবাদ ডেস্ক : ইউরোপের দুই রাষ্ট্র স্পেন ও নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। আরেক ইউরোপীয় দেশ আয়ারল্যান্ডও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় স্পেন।
এ কথা জানিয়ে দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার একটি উদ্দেশ্য ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের মানুষকে শান্তি অর্জনে সহায়তা করা।
বিবিসি জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় সকালে এক প্রকাশ্য ভাষণে বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ জরুরি ছিল।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সান্তেজ বলেন, এটি একটি ‘‘ঐতিহাসিক ন্যায়বিচারের’’ বিষয়, পাশাপাশি স্থায়ী শান্তির দিকে একটি ‘‘অপরিহার্য’’ পদক্ষেপ।
তিনি বলেন, বিশ্বের প্রায় ১৪০টি দেশ যারা ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের সঙ্গে স্পেনও যোগ দেবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নরওয়ে সরকারও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে জোরালো সমর্থকদের একজন।
যদিও স্পেন এবং নরওয়ের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.