নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রেমালের ঝড়বৃষ্টির রাতে রাজধানীতে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে খিলগাঁও থানা এলাকায় দুইজন এবং যাত্রবাড়ী থানায় একজন মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে লিজা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকে লিজার পরিবার।
নিহতের বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।
অপরদিকে সোমবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম (৪৫) নামে এক নারী। তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রায় একই সময়ে খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মো. রাকিব (২৫) নামে এক যুবক। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামে। তার বাবার নাম মো. দুলাল মিয়া।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.