নিজস্ব প্রতিবেদকঃ বহু বিবাহ ও নারী নির্যাতনের অভিযোগে বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সমানের ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে একাধিক নারী ওই বন কর্মকর্তার স্ত্রী দাবি করে অভিযোগ করেন, কবির হোসেনের ১৬ থেকে ১৭ জন স্ত্রী রয়েছে। এ সময় তারা উপবন সংরক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাকে অপসরণের দাবি জানান।
কবির হোসেন পাটোয়ারী ২০২৪ সালের ৩১ অক্টোবর বরিশালে যোগদান করেন। এর আগে, তিনি খুলনায় কর্মরত ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘‘কবির হোসেন পাটোয়ারী এ পর্যন্ত যেসব স্টেশনে চাকরি করেছেন সেসব এলাকায় একটি করে বিয়ে করেছেন। আর প্রত্যেকটি স্টেশন ত্যাগ করার পরে তাদের আর কারোই খোঁজ রাখেন না।’’
আরেক নারী বলেন, ‘‘আমরা যতদূর জানতে পেরেছি, তার অন্তত ১৬ থেকে ১৭ জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি বরিশালে যোগ দেওয়ার পরে এখানেও বিয়ের করার জন্য মেয়ে খুঁজছেন। তাই কবির হোসেনের স্ত্রী ও তাদের স্বজনরা এই কর্মসূচি পালন করছেন।’’
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা দাবি করেন, কবির হোসেনের মতো বিকৃত মানুষকে বন বিভাগ থেকে অপসরণসহ গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে নারী নির্যাতনে অভিযোগে থানায় ও আদালতে একাধিক মামলার রয়েছে বলেও জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীর মোবাইলে ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.