শার্শা অফিস : ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় আজ মঙ্গলবার (২১ মে) শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৩৭টি কেন্দ্র ঝুকি পূর্ণ থাকায় কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কছুিটা বাড়তে থাকে।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার সাংবাদিকদের জানান, এই উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ বিশৃঙ্খলা ঘটানোর চেস্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার জানান, সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর ভোটারদের উপস্থিতি বাড়বে। উপজেলা নির্বাচনে এই প্রথম ইভিএমে ভোট গ্রহন হচ্ছে,তাই দেরি হওয়াটা স্বাভাবিক। তবে ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে চলছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, বিচ্ছিন্ন কছুি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শার্শা উপজলা নির্বাচনে ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ- ভোটার ১ লাখ ৫০ হাজার ১৯৯জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন।
১০২ টি ভোট কেন্দ্রে ৮১৪ টি বুথে ভোট গ্রহন করাহচ্ছে। এখানে উপজলা চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন, ভাইস চেয়ারম্যান পদ ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ ৩ জন। এ সকল কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ৮১৪ জন (প্যানল ভুক্ত ৮৯৮জন), পোলিং অফিসার ১৬২৮জন (প্যানল ভুক্ত ১৭৯৬জন) দায়িত্ব পালন করছেন। তবে ১০২ টি কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্র বিশেষ নজর দারিত রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.