নিজস্ব প্রপ্রতিবেদক : দুর্নীতিতে জড়িত থাকার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করে।
ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের ধারা ৭০৩১(সি) এর অধীনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপটি আজিজ এবং তার পরিবারের সদস্যদের সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য করে তোলে।
বিবৃতিতে বলা হয়েছে, উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদ, পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করতে ভূমিকা রেখেছে।
আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করার সময় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, সামরিক খাতে কন্ট্রাক্ট পেতে তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেন।
বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। যুক্তরাষ্ট্র সরকারি পরিষেবাগুলোকে আরও স্বচ্ছ এবং সাশ্রয়ী করতে, ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ উন্নত করতে এবং অর্থপাচার ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.