নিজস্ব প্রতিবেদকঃ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন— এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
তিনি জানিয়েছেন, পৃথিবীর কোনো শক্তি এই ভোট ঠেকাতে পারবে না। এ লক্ষ্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।’
তিনি আরও জানান, নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও বাধা মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে। কোনো পক্ষ যেন সহিংসতা বা বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিয়েছেন।
ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে— বলেন শফিকুল আলম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.