যশোর অফিস : প্রতি বছর ১২ মে সমগ্র বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলর জন্ম হয়েছিল। মহিয়সী এই নারীর সম্মানে নার্সরা দিবসটি গুরুত্বের সাথে পালিন করে থাকে।
এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশেও সরকারি-বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলো দিবসটি পালন করছে।
দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট।
১২ মে ২০২৪ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে নার্সিং শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অংশ নেন যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম, অন্যান্য শিক্ষক, সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।
র্যালিটি ৫শ’ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে আবারো ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির আলোচনা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে নার্স সঙ্কট রয়েছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে নার্সিং ইনস্টিটিউটগুলোতে আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজন।
নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মো: ইমদাদুল হক, আদ্-দ্বীন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডা. মো: মশিউর রহমান ও সহযোগী অধ্যাপক ডা. মীর মুয়ীদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইন্সট্রাক্টর তাবাস্সুম রহমান ও প্রভাষক সোহেলী মমতাজ।
আয়োজনের ১ম পর্বে আলোচনা সভার সাথে ছিল ১ম বর্ষের ছাত্রীদের ক্যাপ প্রদান, ২য় ও ৩য় বর্ষের ছাত্রীদের বেল্ট প্রদান, শপথ গ্রহণ, নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেংঙ্গেল এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং ২য় পর্বে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক এবং দলীয় সংগীত, নাটিকা, আবৃত্তি, একক অভিনয়সহ নানা পারফরমেন্স করেন ছাত্রীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী ফারজানা ইয়াসমিন ইতি ও সুরাইয়া আক্তার ইভা। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষিকা, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও সকল বর্ষের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.