খাগড়াছড়ি প্রতিনিধি।। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে “জেলা পরিষদ অধিবেশন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জেলর গাইড কমিশনার ত্রিনা চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম।
অধিবেশনে গার্লস গাইড'র সদস্য সচিব লাকী চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গাইড শিক্ষক টুলু মারমা।
এ সময় চট্টগ্রাম অঞ্চলে আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা, খাগড়াছড়ি গার্ল গাইডস্ এসোসিয়েশনের প্রাক্তন গাইড কমিশনার শ্রীলা তালুকদার,নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্ল গাইডস কার্যক্রম মেয়েদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
অধিবেশনে জেলা পর্যায়ের বিভিন্ন স্কুলের গাইড সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.