খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: মাহাবুব আলম। তিনি এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ছাগল পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শুধু পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে না, পাশাপাশি অঞ্চলের অর্থনীতিকেও গতিশীল করবে।”
কর্মসূচিতে সমাজকর্মী মাদল বড়ুয়া ও উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এটি তাদের স্বপ্নপূরণের পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.