এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ আমের গুনগত মান বজায় রেখে নিরাপদ আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (৯মে) বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কুখরালীর আম চাষী মাকছুদ মোড়লের আম বাগানে উক্ত আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হাসান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমদ বাপী, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাতসহ অন্যান্যরা।
অনুষ্ঠান থেকে জানানো হয় সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ-বিদেশে। তাই গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেধে দেয়া হয়েছে নির্ধারিত সময়। আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিদভাগ, ২২মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া আম, ১০ জুন আম্র রুপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.