নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সীমান্ত এলাকায় চালানো এক অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সীমান্তের অগ্রভূলাট বিওপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ বোতল মদ উদ্ধার করা হয়।
তিনি বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.