নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, সাবেক ইউপি সদস্য ও ওলামা দলের উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব কাছেদ আলী (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তিনি ছিলেন এক অনুকরণীয় সংগঠক।
তিনি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের পিতা।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
জানাজায় অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির নেতা হাজী আনিছুর রহমান মুকুল, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, মো. সালাউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ মন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আলহাজ্ব মেহেরুল্লাহ।
শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম শহিদ, মো. আব্দুর রশিদ, সাইফুল ইসলাম পিন্টু, মনিরুজ্জামান মনি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা।
উপজেলা কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফ সহ আরও অনেকে।
মরহুম কাসেদ আলী আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার আসর নামাজের সময় হৃদযন্ত্রে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মৃত্যুবরণ করেন।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.