নিজস্ব প্রতিবেদক : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দরের বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি (১২৬৭)’র ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪’এ আবারও আতিকুজ্জামান সনি সভাপতি ও আজিম উদ্দিন গাজী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট এসোসিয়েশনের ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান সবুজ। এ সময় তিনি সনি-আজিম প্যানেলের সকলকে বিজয়ী ঘোষণা করেন।
সনি-আজিম প্যানেলের নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-১ পদে ইদ্রিস আলী, সহ-সভাপতি-২ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন, অর্থ সম্পাদক মুছা করিম মুছা, পরিবহণ ও বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মোস্তাক আহমেদ মাখন ও কুতুব উদ্দীন গাজী।
ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান সবুজ জানান, এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৬২০ জন। ভোট প্রয়োগ করেছেন ৪৭৬ জন। তারমধ্যে বৈধ ভোট ৪৭১টি। ৫টি ভোট বাজেয়াপ্ত হয়েছে। সনি-আজিম সমমনা পরিষদ থেকে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে এ কে এম আতিকুজ্জামান সনি পেয়েছেন ৪৪৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল আবেদীন মোমবাতি প্রতীকে ভোট পেয়েছেন ২৮টি। কার্যকরী সদস্য পদে মোস্তাক আহমেদ মাখন গরুর গাড়ি প্রতীকে ৩৯২ ও কুতুব উদ্দীন গাজী ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দী জয়নাল আবেদীন প্যানেলের প্রার্থী শেখ তৌহিদ বটগাছ প্রতীকে ৭৭টি ভোট পেয়েছে।
এছাড়া সনি-আজিম প্যানেলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজীসহ অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, এ নির্বাচনে সভাপতি পদসহ কার্যকারী ২টি সদস্য পদে দু’প্যানেলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন চোখে পড়ার মতো।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আরও দুইজন নির্বাচন কমিশনার ছিলেন আলহাজ্ব শাহাদত হোসেন ও মোহাম্মদ আলী। রিটার্নিং অফিসার ছিলেন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী। প্রিজাইডিং অফিসার ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.