নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে দেশে ফিরলো বাংলাদেশ সাঁতার দল।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সময় বাংলাদেশ সাঁতার দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে।
বাংলাদেশ সাঁতার দলের মধ্যে সেনাবাহিনীর ১২ জন, নৌবাহিনীর ২জন এবং বিমান বাহিনীর ২ জনসহ সর্বমোট ১৬ জন খেলোয়াড় ছিলেন। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে আসায় সীমান্তে তাদেরকে স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯আগস্ট ২০২৫ তারিখ তারা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের মুর্শিদাবাদে গিয়েছিলেন ৭৯তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় খেলোয়াড়দের প্রত্যাবর্তনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.