চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫) কে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১লা সেপ্টেম্বর'২৫) ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন–এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তালাবদ্ধ একটি ব্যাগ ও পাসপোর্টসহ আশরাফুজ্জামান হিসামকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মাগুরা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.