নিজস্ব প্রতিবেদক : সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত। প্রচন্ড গরমে মানুষ ওষ্ঠাগত। কাজের জন্য যাদের বাইরে বের হতে হচ্ছে তাদের অবস্থা বেশ হাঁসফাঁস। এই যখন অবস্থা কর্মজীবী মানুষের বাইরে বের হতেই হচ্ছে। যাদের ঘরের বাইরে যেতে হচ্ছে তাদের প্রচুর বিশুদ্ধ পানি ও শরবত খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
তাই তো সারা দেশেই অনেকেই প্রাকৃতিক এই দুর্যোগের সময় সাধারণ মানুষের সেবায় জনহিতকর কাজ করছেন। নিজেদের দাঁড় করাচ্ছেন তাদের পাশে।
তেমনিভাবে শার্শার নাভারন বাজারে প্রচন্ড তাপদাহের কারণে তৃষ্ণার্ত শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষদের মাঝে প্রশান্তি এনে দিতে শার্শা উপজেলার নাভারন বন্ধু ফাউন্ডেশন-১৯৮২ এর আয়োজনে একটি মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধু ফাউন্ডেশন-১৯৮২ এর উদ্যোগে বিশুদ্ধ সুপেয় শরবত ও পানি বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশন-১৯৮২ এর সভাপতি মোঃ ইসরাইল হোসেন, ফাউন্ডেশন-১৯৮২ এর উপদেষ্টা সোহেল রেজা লাল্টু, সদস্য মন্টু, আব্দুল ওহাব, নজরুল ইসলাম, হাফিজুল হক ঝন্টু প্রমূখ।
বন্ধু ফাউন্ডেশন-১৯৮২ এর সভাপতি মোঃ ইসরাইল হোসেন বলেন, ‘তীব্র গরমে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদের ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যেই মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে।’
চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে বন্ধু ফাউন্ডেশন-১৯৮২।
তীব্র এই গরমে রাস্তায় চলাচলকারী মানুষ পানির তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে বিশুদ্ধ পানি ও শরবত পান করছেন এবং এমন সমাজ সেবামূলক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.