নিজস্ব প্রতিবেদক : মে দিবসর দিন তীব্র তাপদাহে শ্রমিক এবং পথচারীদের মাঝে ফ্রি শরবত বিতরণ করছে বাগআচড়া হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক।
বুধবার দুপুরে নাভারন সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজার এই কর্মসূচী পালন করে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর স্বেচ্ছাসেবীরা।
এসময় তারা প্রায় ১ হাজার মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেন।
কর্মসূচীর বিষয়ে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বাবু হোসেন বলেন, ‘আমরা নাভারণ -সাতক্ষীরা মহাসড়কের বাগআচড়া বাসস্ট্যান্ড এলাকায় পথচারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শরবত বিতরণ করেছি। তীব্র গরমের কারনে কর্মজীবী মানুষ হাঁসফাঁস করছেন ঘরের বাইরে বেরিয়ে।
এছাড়া হিট স্ট্রোক আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় মানুষকে সেবা প্রদানের জন্য আমরা শরবত বিতরণ করছি। হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক সর্বদাই মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।গত সোম ও মঙ্গলবার মাঠে খেটে খাওয়া কৃষকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বাবু হোসেন, সভাপতি শেখ রিপনুজ্জামান শান্ত, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী,সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রাফি সদস্যদের ভিতর উপস্থিত ছিলেন তাজিম,রাতিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.