সাঈদ ইবনে হানিফ ঃ ঝিকরগাছায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় রাজনৈতিক, ধর্মীয় ও এবং ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্পর্কিত সহিংসতা নিরসনের লক্ষে পিএফজির কমিটির সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল রবিবার যশোরের ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আতাউর রহমান জসি, সহ-সভাপতি প্রেসক্লাব এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য মো: মোনিরুজ্জামান মনির, বিএনপির মো: আইয়ুব আলি, রাজু আহম্মেদ, সাংবাদিক তরিকুল ইসলাম, নারী উদ্যোক্তা মেফতাহুল জান্নাত, পুজা কমিটির সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র ভক্ত, আওয়ামিলিগের সাংগঠনিক সম্পাদক নাসরিন নাহার, ইমাম মো: আব্দুল্লাহ, রবিউল ইসলাম, বিএনপির ‍যুগ্ন আহ্বায়ক আরমান হোসেন কাকন, শাহিন আহম্মেদ, ইয়োথ লিডার নিশাত এবং সাবেক পৌর কাউন্সিলর আওয়ামিলীগ নিমাই চন্দ্র ঘোষ প্রমুখ।

সকল উপস্থিত সদস্যবৃন্দ সহিংসতা নিরসনে করনীয় শীর্ষক মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস, এম, রাজু জবেদ এবং মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার খাদিজা বেগম গঠনতন্ত্র অনুসারে সহিংসতা নিরসনে করনীয় এবং প্রকল্পের লক্ষ্য উদ্দ্যেশ্য সকলের সামনে তুলে ধরেন। এছাড়া পিএফজি কমিটি গঠন এবং ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে সার্বিক আলোচনা করা হয়।

আলোচনার সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।