খাগড়াছড়ি প্রতিনিধি।। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর জাতীয় পার্টি ও যৌথবাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে গণ অধিকার পরিষদের উদ্যোগে তাৎক্ষণিক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখা সংহতি প্রকাশ করে।
এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সংগঠক শাহ নেওয়াজ, শুভ চাকমা, রাহাত হোসেন বেলাল, রবিউল জিহাদ এবং শাহ সুলতান রাজু। এছাড়াও গণ অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ মিছিলে অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলার প্রতিবাদ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, গণ অধিকার ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রতিবাদ ও সংহতি প্রদর্শন অত্যন্ত জরুরি। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.