আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভ থেকে জীবিত শিশুর জন্ম হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাতে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে শিশুটির জন্ম হয়। ফিলিস্তিনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
নবজাতকের ওজন ১.৪ কেজি। তাকে রাফাহ শহরের একটি হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে। ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে বলে । তার বুকে সেঁটে দেওয়া টেপে লেখা হয়েছে “দ্য বেবি অব দ্য মারটায়ার সাবরিন আল-সাকানি”, যার বাংল অর্থ শহিদ হওয়া সাবরিন আল সাকানির সন্তান।
রয়টার্স জানায়, গাজা উপত্যকার রাফাহ শহরের দুটি বাড়িতে শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় ১৯ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ১৩ শিশু রয়েছে। এই হামলাতেই স্বামী ও মেয়েসহ সাবরিন আল সাকানি নামের ৩০ সপ্তাহের ওই অন্তঃসত্ত্বা নারী নিহত হন।
মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসক জানান, শিশুটিকে তিন থেকে চার সপ্তাহ হাসপাতালে রাখতে হবে। এরপর তাকে ছাড়া যায় কি-না দেখা হবে। কার হেফাজতে শিশুটিকে দেওয়া যায়, তা বিবেচনা করা হবে। হামলায় সাকানির সঙ্গে তার আরেক মেয়ে মালাকও মারা গেছেন।
ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে সালামা বলেন, “এ শিশুটি বাঁচলেও সে এখন অনাথ।”
এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রবিবার নুসাইরাত শরণার্থী ক্যাম্পে নতুন করে হামলা চালিয়েছে তারা। খান ইউনিসের নেসার হাসপাতালে গণকবর থেকে ২১০টি ফিলিস্তিনি মরদেহ উদ্ধারের পরও, হামলা চালিয়েই যাচ্ছে তারা।
গত ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.