সানজিদা আক্তার সান্তনা : প্রতিদিনই রেকর্ড ভাঙছে সর্বোচ্চ তাপমাত্রার । সাধারণ মানুষ দুর্বিষহ গরমে অসুস্থ হয়ে পড়ছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই সারাদেশে হিট স্ট্রোকে ২৪ ঘণ্টায় এখনো পর্যন্ত মোট ৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দুইজন, পাবনায় একজন, মেহেরপুরে একজন, নরসিংদীর মাধবদীতে একজন, শরীয়তপুরে একজন, ঝালকাঠিতে একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
আজ দেশের মেহেরপুরে ৪৩ দশমিক শূন্য চার ডিগ্রি সেলসিয়া সসর্বোচ্চ তাপমাত্রা ছিল । গত এক সপ্তাহে মেহেরপুরের তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। প্রকৃতির এমন বৈরী মূর্তি এর আগে কখনো দেখেনি এই অঞ্চলের মানুষ। কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ।
প্রখর রোদে পুড়ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে থাকা নানা ধরনের ফসল। খরায় মাটি ফেটে এখন চৌচির মেহেরপুরের কৃষকের মাঠ। বৈরী আবহাওয়ার কারণে চরম বিপাকে শ্রমজীবীরা। সন্ধ্যার পর স্বস্তির খোঁজে গাছের নিচে ও নদীর পাড়ে ভিড় করছেন অনেকে।
এদিকে, গরমের তীব্রতায় নাভিশ্বাস যশোরের মানুষের। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিস জানায়, গত সাত দিন ধরে ৩৮ থেকে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে।
চুয়াডাঙ্গায় অব্যাহত তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য না থাকায় দুর্বিষহ এখানকার জনজীবন। আরও কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারি ও এলাকাবাসীকে সতর্ক করছে প্রশাসন।
তীব্র দাবদাহ অব্যাহত রাজশাহীতেও । বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। দুপুর তিনটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রখর রোদে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। শ্বাসকষ্ট আর ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে।
এদিকে, তীব্র গরমে সাতক্ষীরার জনজীবনও বিপর্যস্ত। বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। ভ্যাপসা গরমে নাকাল সাধারণ মানুষ। আশ্রয় নিচ্ছেন পৌরদীঘির পাড় ও জেলা শহরের বিভিন্ন গাছতলায়। অসহনীয় কষ্টে শ্রমজীবীরা।
প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত:
পাবনা: পাবনায় নিহত আলাউদ্দিন (৪২) কৃষক উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
জানা গেছে, কৃষক আলাউদ্দিন বাড়ির পাশে ভুট্টা খেতে কাজ করার সময় প্রচণ্ড রোদ আর তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্বজনরা প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী: এদিকে নিহত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। তিনি পেশায় বাবুরহাটের কাপড় ব্যবসায়ী।
নিহত ইবানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রী এবং তিন বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে নারয়াণগঞ্জে তার আত্মীয়ের বাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি মাধবদী ফিরছিলেন ইবান। এ সময় তীব্র তাপদাহের ফলে আক্রান্ত হন হিটস্ট্রোকে। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের দেওয়া তথ্য মতে ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে হিটস্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী ও পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল হোসেন মালিথার মেয়ে।
শিল্পি খাতুনের ছেলে রওনক হোসেন জানান, আমার মা সকালে বাড়িতে কাজ করছিলেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি। আমার মায়ের কোনো অসুখ ছিল না।
স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমত আরা খাতুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রোগী মারা গেছেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে মারা গেছেন।
সিলেট: সিলেট নগরীতে সড়কে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মৃত আবু হামিদ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।
দিনাজপুর: সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহে দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে দুজন মারা গেছেন। তারা হলেন- পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং অপরজন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২)।
হিটস্ট্রোকে দুজনের মৃত্যুর বিষয়টি রোববার (২১ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।
শরীয়তপুর: শরীয়তপুরে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত হারুন চৌকিদার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি এলাকার আলী হোসেন চৌকিদারের ছেলে।
এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার বলেন, স্বজনদের কাছ থেকে জানতে পারি অতিরিক্ত গরমে কাজ করার ফলে হঠাৎ অসুস্থ হয়ে যান হারুন নামের ওই ব্যক্তি। রোগীর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে সামনে নিয়ে আসলে, আমি অ্যাম্বুলেন্সে গিয়ে তাকে দেখি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিটস্ট্রোকে মারা গেছেন। রোববার (২১ এপ্রিল) আফজালের মৃত্যুর বিষয়টি হিটস্ট্রোকে হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.