খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল-কে হত্যাচেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ মোট ১২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে এইচ এম প্রফুল্ল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরার পাশাপাশি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান ও রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১২০ জনকেও আসামি করা হয়েছে।
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আফছার হোসেন রনি।
অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এইচ এম প্রফুল্লসহ কয়েকজন সাংবাদিক আহত হন এবং প্রফুল্ল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সাংবাদিক এইচ এম প্রফুল্ল আওয়ামী লীগ সরকারের সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। এরপর থেকেই কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যকে নিয়ে মানহানিকর পোস্ট দিয়ে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.