নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। সোমবার প্রেসিডেন্টের আদেশক্রমে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ (দুই) বৎসরের জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করিয়াছেন’।
নিয়োগপ্রাপ্তরা হলেন, মো আনোয়ারুল ইসলাম (শাহীন), এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়। মো. নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। শেখ আবু তাহের, সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ), আইন মন্ত্রণালয়। আজিজ আহমদ ভুঞা, রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ), বাংলাদেশ সুপ্রীম কোর্ট। রাজিউদ্দিন আহমেদ, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ফয়সল হাসান আরিফ, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। এস, এম, সাইফুল ইসলাম, যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়। মো. আসিফ হাসান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মো. জিয়াউল হক, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। দিহিদার মাসুম কবীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। জেসমিন আরা বেগম, জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ। মুরাদ-এ-মাওলা সোহেল, সচিব (সিনিয়র জেলা জজ), বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন। মো. জাকির হোসেন, মহানগর দায়রা জজ, ঢাকা। মো. রাফিজুল ইসলাম, সলিসিটর (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়। মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। রেজাউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ফাতেমা আনোয়ার, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মাহমুদ হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আবদুর রহমান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সৈয়দ হাসান যুবাইর, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। এ. এফ. এম সাইফুল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। উর্মি রহমান, এডভোকেট সুপ্রীম কোর্ট, এস. এম. ইফতেখার উদ্দিন মাহামুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.