নিজস্ব প্রতিবেদক : শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের জরুরি আশ্রয় প্রদানের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে এবং পানিবন্দী মানুষকে আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
২৪শে আগস্ট রবিবার দুপুর ২টার সময় ৯নং উলাশী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় কবলিত মানুষদেরকে শুকনো খাবার প্রদান করা হয়।
শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী বলেন, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে আকস্মিক বন্যা দেখা দেয়।
এই পদক্ষেপগুলি বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসন সক্রিয় উদ্যোগ নিয়েছে।
এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবন্দী মানুষ, যাদের ঘরবাড়ি তলিয়ে গেছে, তাদের আশ্রয় দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে যেকোনো সময় মানুষ আশ্রয় নিতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.