যশোর অফিস : যশোর ফুটপাত দখলমুক্ত করতে ঈদের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবতা দেখানো হলেও এবার উচ্ছেদ অভিযান চালাবে যশোর প্রশাসন।
গতকাল সকালে জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আসন্ন উপজেলা নির্বাচনে যাতে আইন-শৃঙ্খলা সঠিক থাকে সেটা নিয়েও কথা বলেন অংশগ্রহণকারীরা।
এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খুন-জখম কমানো, মাদক নিয়ন্ত্রণ, দলিল লেখক সমিতির অতিরিক্ত চাঁদা আদায়, যানজট নিরসন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা মাসিক সভা আইন শৃঙ্খলা কমিটি।
যশোর জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যশোরসদর জেলার সার্বিক নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীকে আরো তৎপর থাকা পরামর্শ প্রদান করা হয়েছে।
সভায় মার্চ মাসের অপরাধ চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয় গত মাসে একটি ডাকাতি, দুটি দস্যুতা, ৬টি খুন, ১৭ নারী নির্যাতন, ৩টি অপহরণ, ১৬টি সিঁদেল চুরিসহ অন্যান্য চুরি, ৯টি সড়ক দুর্ঘটনা, বিভিন্ন খাতে ১০৭ মামলা, অস্ত্র আইনে ৪ টি মামলা, ৪ টি বিস্ফোরক দ্রব্য মামলা, ১৫৮ মাদক দ্রব্য মামলা সহ মোট ৩৩৯ টি মামলা হয়েছে। ফেব্রুয়ারীতে এ সংখ্যা ছিলো ৩০৯। এই সব নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা ও সমালোচনা হয়েছে।
সভায় যশোর শহরের বিভিন্ন স্থানে মশার বিস্তার নিয়ন্ত্রণ ও প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার প্রতি জোর দেয়া হয়। আর নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সংক্রান্ত এফিডেভিট প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।সদর শহরের ব্যস্ততম সড়কে চলাচলের বিঘন ঘটিয়ে অবৈধ দোকান, ইট, সুরকি ও বালুর ব্যবসা চলছে। এছাড়াও বসতবাড়ি তৈরিতে ইট ও বালু রাখা হচ্ছে রাস্তার পাশে। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসেন আরা তান্নি, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। পবিত্র ইদুল ফিতর ও পহেলা বৈশাখ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানযশোর জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.