শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুটি সংরক্ষিত চেয়ার স্থাপন করা হয়েছে। চেয়ার দুটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার তাদের বক্তব্যে বলেন জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে এ চেযার স্থাপন করা হয়েছে। যদিও মুক্তিযোদ্ধাদের প্রতি এ সম্মান প্রদর্শন করা যথেষ্ট নয়। তবুও চেষ্টা করেছি। মুক্তিযোদ্ধারা তার কার্যালয়ে কোন সেবা গ্রহন করতে আসলে তারা এই সংরক্ষিত চেয়ারে আসন গ্রহন করবেন। এখন থেকে এ চেয়ার দুটি মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে। শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবক্কার মাষ্টার, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে আশা ব্যাক্ত করেন মাগুরা জেলার সকল উপজেলাসহ দেশের অন্যান্য উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুরূপ চেযার প্রতিষ্ঠিত হবে। অনুষ্টানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.