আকছেদ আলী, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বিকেলে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানান, চালকসহ আটজন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়ি দুমড়েমুচড়ে যায়। পরবর্তীতে একটি লরি পিছনে ধাক্কা দেয়।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অপর একজন বাংলাদেশি গুরুতর আহত হন। বাকি চার যাত্রী ও লরি চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।
নাজরি বলেন, আহত যাত্রীকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর কারণে মৃত্যু ঘটার জন্য সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে। দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া সাতজন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.