নিজস্ব প্রতিবেদক : অবিশ্বাস্য হলেও সত্য যে একটি মাত্র ডিমের দাম ১৯ হাজার টাকা। আর এ ডিমটি কিনে নিয়েছেন সালেহ আহম্মদ নামের এক ব্যক্তি। ১৯ হাজার টাকায় ডিমটি কিনতে পারায় তিনি নিজেকে একজন সৌভাগ্যবান ব্যক্তি মনে করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর জামে মসজিদে পবিত্র শবে কদরের রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের একাধিক মুসল্লি।
জানা গেছে, পবিত্র শবে কদরের রাতে এক মুসল্লি একটি ডিম মসজিদে দান করেন। রোববার (৭ এপ্রিল) দুপুরে এ ডিমটি মসজিদ কমিটি উন্মুক্ত নিলামে তুলেন। এ সময় মসজিদের মুসল্লিরা নিলামে অংশ নেন। প্রথম নিলাম ডাকে ডিমের দাম ওঠে ৫০০ টাকা। এরপর একে একে ডিমের দাম বাড়তে থাকে। একপর্যায়ে এ ডিম ১৯ হাজার টাকায় নিলামে ডাক পড়ে। অবশেষে সালেহ আহম্মদ নামের এক ব্যবসায়ী এ ডিমটি ১৯ হাজার টাকায় নিলামে কিনে নেন।
সালেহ আহম্মদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।’
মসজিদ কমিটি থেকে জানা যায়, এদিন একটি আতাফল নিলামে উঠলে তা এক হাজার পাঁচ টাকায় বিক্রি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.