নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৫ আগস্ট-২০২৫) দিবাগত রাত সাড়ে ৫টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্ত থেকে কাঁটাতার পেরিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিয়ে দেয় তারা।
পুশইন হওয়া ব্যক্তিরা হলেন— খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।
শার্শা থানা সূত্রে জানা গেছে, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির একটি টহল দল সীমান্তের নারিকেলবাড়িয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিএসএফ সদস্যরা জোর করে কাঁটাতার পার করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক শাহিন শেখ যুগান্তরকে বলেন, “আমি ও আমার ভাই দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানায় শ্রমিকের কাজ করতাম। হঠাৎ ৫ আগস্ট ভারতীয় পুলিশ আমাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। কয়েকদিন ধরে একটি বিএসএফ ক্যাম্পে আটকে রেখে শুক্রবার রাতে সীমান্ত পেরিয়ে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিককে আগে কখনও দেখিনি।”
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলাম জানান, “সীমান্ত দিয়ে পুশইন হওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। শালকোনা সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় আমরা সীমান্তে নজরদারি আরও জোরদার করেছি।”
স্থানীয়রা বলছেন, এভাবে একের পর এক পুশইনের ঘটনা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের সামিল। তারা এই বিষয়ে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.