সারাবিশ্ব ডেস্ক : পশ্চিম সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা।
শুক্রবার ওই ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের মিডিয়া।
ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ ঘোষণা করেছে, তারা গাজার জনগণের সমর্থনে রমজান মাসে দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদার করবে।
এর অংশ হিসেবে তিন দিন আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। তার আগে ২২ মার্চ ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছিলেন, তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত করেছেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গণহত্যা শুরু করেছে। এতে এ পর্যন্ত প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এর প্রতিক্রিয়ায় লেবানন, ইরাক ও ইয়েমেনসহ বিভিন্ন দেশ থেকে প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা গাজার জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.