নিজস্ব প্রতিবেদক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে হাসপাতালে নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে তার গুলশানের বাসা থেকে রওয়ানা দেন তিনি। পরে রাত ৩টায় সেখানে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ও বিএনপি নেতা ইশরাক হোসেন সহ বেশ কিছু নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ীর বহর নিয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়ীর সাথে বাসা থেকে হাসপাতাল পর্যন্ত যান। সবশেষ খবর অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের সামনে ও আশেপাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থন করছেন।
৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। ইতোমধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি দীর্ঘ পাঁচ মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ জানুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।
পরে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন। সবশেষ গত ১৩ মার্চ হাসপাতালে গিয়েছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.