ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নাপা সিরাপ সেবনে নয়, পরকীয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুর মৃত্যু হয়েছে বিষে। পরকীয়ায় লিপ্ত মা মিষ্টির সাথে বিষ খাইয়ে হত্যা করেছেন শিশুদের। এ ঘটনায় শিশুদের মা লিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানিয়েছেন। দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সাথে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সাথে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করেন লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিয়েকশন হয়েছে বলে প্রচার করা হয়। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসায় তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লিমার প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন স্বজনরা।
এ ঘটনার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল আশুগুঞ্জ ও নাপার উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর কারখানা পরিদর্শন করেন তারা। বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় একটি নির্দিষ্ট ব্যাচের নাপা সিরাপ। এর পর পরীক্ষায় দেখা গেছে, নাপা সিরাপে কোনো সমস্যা ছিল না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.