ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৫ ঘণ্টা পর আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার হলো।
শনিবার সকাল আটটা থেকে দ্বিতীয় দফায় উদ্ধার কাজ শুরু হয়। দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন।
তিনি জানান, যে দুজনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১ জন নারী ও ১ জন কিশোরী।
আজিজুল হক বলেন, নিখোঁজদের খুঁজতে ডুবুরিদল তাদের সাধ্যমত কাজ করছে। ফায়ার সর্ভিস ও বিাইডব্লিউটি এর ৭ জন ডুবুরি তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নৌকাটির খোঁজ মিলেছে। উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
এছাড়াও নৌ থানা পুলিশ, বিআইডব্লিউটি, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের চারটি টিম কাজ করছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়। এতে গতকালকেই একজন মৃত ও ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ আরও অন্তত ঘটনায় ৮ জন নিখোঁজ হয়। শনিবার দুজনের মৃতদেহ উদ্ধার হলো। অর্থাৎ এখন পর্যন্ত আরও ৬ জন নিখোঁজ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.