সাঈদ ইবনে হানিফ : মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে যশোরের মুনসেফপুর গ্রামের ফল বিক্রেতা মো:শুকুর আলি (৫৫)।
৯ আগস্ট শনিবার আনুমানিক রাত ১০টা ২০ মিনিটের দিকে শাখারীগাতী রাস্তার মাথা (হিরো কোম্পানির সামনে) ট্রাকের চাকায় পিষ্টে হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত শুকুর আলীর (শুকুর ব্যাপারী প্রতি দিনের মত ভ্যানে করে ফল বিক্রি করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শাখারিগাতি হিরো কোম্পানির সামনে পৌছালে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। এসময় অপর একটি ট্রাক তার শরিরের উপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনা স্থলেই নিহত হয়।
এদিকে ফল বিক্রেতা শুকুর আলি নিহতের খবর শুনে বিভিন্ন এলাকার মানুষ সমবেদনা জানিয়েছেন। শুকর আলি আশপাশের বিভিন্ন বাজার ঘাটে ঘুরে ঘুরে ফল বিক্রি করতো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.