গ্রামের সংবাদ ডেস্ক: অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ‘ছুটির ঘণ্টা’র (১৯৮০) মতো ব্যবসাসফল ও কালজয়ী সিনেমার পরিচালক আজিজুর রহমান চলে গেলেন না ফেরার দেশে।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে কানাডার টরেন্টোতে মারা যান তিনি।
পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
আজিজুর রহমানের বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। এক বছর ধরে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সোহানুর রহমান সোহান জানান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ছিলেন আজিজুর রহমান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে পরিচালক সমিতি।
প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে ১৯৫৮ সালে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে আজিজুর রহমানের। প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ১৯৬৭ সালে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.