গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রবিবার (১৭ই মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধ কমপ্লেক্সেসহ পুরো জেলায় নেওয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে সিসি ক্যামেরা।
দিবসটি যথাযথভাবে পালনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
এদিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতিকে সমাধি কমপ্লেক্সে অভ্যর্থনা জানাবেন। পরে রাষ্ট্রপতি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় বঙ্গবন্ধু ভবনে থেকে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় কর্মসূচি শিশু সমাবেশে যোগ দেবেন।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে একটি শিশু সভাপতিত্ব করবে বলে জানা গেছে।
এদিকে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। সেখানে শিশু সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং অসচ্ছল ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী
এছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শিশু অধিকার বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এদিন জাতির পিতার সমাধি কমপ্লেক্সে আয়োজিত বই মেলা ও সুবিধা বঞ্চিত শিশুদের আঁকা চিত্র প্রদর্শনীরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ইতোমধ্যে সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, ক্যাফেটরিয়া, মসজিদ ও বকুলতলা চত্বর এলাকায় শেষ হয়েছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সসহ পুরো জেলায় করা হয়েছে আলোকসজ্জা। টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান জানান, ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উদ্দীপনা। আগামীতে দেশের সব শিশু স্মার্ট বাংলাদেশের অংশীদার হবে জাতির পিতার জন্মদিনে এ প্রত্যাশা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.